আমার লাল ফিতে দিয়ে বেণি বাঁধা চুলের ছবি দেখে তোমার কপালের ভাঁজে বিরক্তের ঢেউ খেলে যায় সোনালি মাঠের আইল ধরে প্রজাপতি হয়ে ছুটে চলা তোমার কাছে মনে হয় কোন রূপকথার গল্প! অথচ আমি শত ব্যস্ততায়ও স্বপ্ন বুনে যাই- দুপুর বেলা যখন ক্লান্তি মুছে নিতে সবাই ভাতঘুমে দলছুট দল আমরা তখন মাঠ দখলের চেষ্টায় ঠা ঠা রোদে আক্লান্তের ঘোরে যদি ঘাম ঝরে পড়ে একছুটে সব ঝাঁপিয়ে পড়ি,খোলা জলের পাঁজরায় দুরন্ত পাখির মত বাতাস কেটে কেটে সবার উড়ে চলা তোমার কাছে মনে হবে কোন প্রসিদ্ধ অনুরঞ্জন!
কনকনে শীতের সকালে হিমজমা পান্তাভাতে হাত চুবিয়ে লোকমা গুণে গুণে ভাত খাবার অনুভূতি- দাঁতে দাঁত পিষে "খটাখট"শব্দের তালে বেগুনি রঙ ধরে যাওয়া ছোট্ট দুটো ঠোঁটে, ওম নিয়ে কখনো কখনো পাওয়া আশীর্বাদ খড়কুটো জ্বালানো ফুটকি তোলা আগুনের উত্তাপ। জানি,এসব তোমার অসাধ্য অলীক কল্পনায়।
এই তুমি যখন দামি কাশ্মীরি চাদর গায়ে জড়িয়ে ধোঁয়া উঠা কফির কাঁপে তৃপ্তির চুমুকে চমক খুঁজে পাও, আমি তখন গ্রামের মেঠো পথ ধরে গরুর গাড়িতে চড়ি "হাই হুট হুট! ডানে যা,আরে বাঁয়ে বাঁয়ে!"গাড়িয়ালের খুনসুটি দেখি আঁকাবাঁকা সবুজের আঁচলে। জানি,এসব তোমার জানা নেই,সবই মনে হয়- মলাটের ভাঁজে,লেখকের আঁকা সমাদৃত অবান্তর কোন জলছবি। সমুদ্র বিলাসে তুমি যখন ছুটি কাঁটিয়ে সময়কে কর উজ্জীবিত খাঁ খাঁ তপ্ত রোদে ফাটা জমিতে তখন আমার প্রাণের আকুতি নামে বর্ষা চেয়ে...গভীর প্রার্থনায়! তুমি যখন আকাশ ছোঁয়ার স্বপ্ন আঁকো মনে আমি তখন বাঁচিয়ে রাখি মাটির যতনে-সত্তার শিকড়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
কবিতাতে চমৎকার বাস্তবা পেয়েছে। আসলে আমি যখন কষ্টের দীর্ঘশ্বাস ফেলি, তখন তুমি কফির পেয়ালায় চমক খোঁজে পাও। এক অসাধারণ কবিতা আপা। বরাবরের মতোই শুভ কামনা ও ভোট রইল।।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সবার সাথে গ্রামের মাটির একটা নিবিড় বন্ধন আছে। সে বন্ধনের কথা কেউ স্মৃতি রোমন্থন করে। আবার কেউ বিলাসিতায় ভুলে যায়। কেউ আবার গ্রামে থেকেই সবার অস্তিত্ব ধরে রাখে! কবিতায় "মাটির বন্ধন" বুঝিয়ে বিষয় সামঞ্জস্যতা রাখার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি পাঠক বলবেন। সবাইকে ধন্যবাদ।
২৭ মে - ২০১১
গল্প/কবিতা:
১২০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।